আমতলী প্রতিনিধি:
আমতলীতে ইসলামি ব্যাংক থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি বাবদ উত্তোলন করা টাকা হারিয়ে চরম বিপাকে পড়েছেন এক শিক্ষার্থী। ভুক্তভোগী সুমাইয়া ইয়াসমিন জানান, তার বাবা মোঃ রেজাউল করিম বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইসলামি ব্যাংক, আমতলী শাখা থেকে ৩,৫০০ টাকা উত্তোলন করেন।
পরবর্তীতে কলেজে যাওয়ার পথে টাকার থলে হারিয়ে ফেলেন তারা। সুমাইয়া বলেন, “টাকার থলেটি আমি ব্যাগে রেখেছিলাম। ভালোভাবে রাখলেও পরবর্তীতে আর খুঁজে পাইনি।” সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও টাকার কোনো সন্ধান মেলেনি এখন পর্যন্ত।
এইচএসসি পরীক্ষার ফি হারিয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থী ও তার পরিবার। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন তারা। যদি কেউ টাকার থলেটি পেয়ে থাকেন, মানবিক দৃষ্টিকোণ থেকে তা ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
সুমাইয়া ইয়াসমিন
মোবাইল-০১৭৪৯৬৩৮৬৫৯