নিজস্ব প্রতিবেদক | ডেইলি নিউজ ঢাকা
কালিয়াকৈর, গাজীপুর | ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
গাজীপুর জেলার কালিয়াকৈরের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। কালিয়াকৈর প্রেস ক্লাবের সাবেক সভাপতি, নির্ভীক ও জনবান্ধব সাংবাদিক আইয়ুব রানা এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি দ্রুতগামী অটোরিকশা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ড্রেনের দেয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়। সেই সময় অটোরিকশায় থাকা আইয়ুব রানা রাস্তায় ছিটকে পড়ে মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত পান।
স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কালিয়াকৈরের শুভেচ্ছা ক্লিনিকে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি ভিত্তিতে সফিপুর খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় ও পায়ে গভীর আঘাতের চিহ্ন রয়েছে এবং রক্তক্ষরণও হয়েছে।
দুর্ঘটনার খবরে কালিয়াকৈর প্রেস ক্লাব ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই হাসপাতালের সামনে ভিড় করেছেন এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সাংবাদিক মহল, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি দেওয়া হয়েছে।
কালিয়াকৈর প্রেস ক্লাবের বর্তমান সভাপতি এক বিবৃতিতে বলেন,
“আইয়ুব রানা শুধু একজন সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন আমাদের প্রেরণার উৎস। সত্য প্রকাশে তিনি ছিলেন আপসহীন। তার দ্রুত সুস্থতা কামনায় আমরা সবাই দোয়া করছি।”
আইয়ুব রানা দীর্ঘদিন ধরে স্থানীয় গণমাধ্যমে যুক্ত ছিলেন। তিনি সাহসী প্রতিবেদনের মাধ্যমে দুর্নীতি, অনিয়ম এবং জনদুর্ভোগের নানা চিত্র তুলে ধরেছেন। একইসঙ্গে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন।
দুর্ঘটনাটি কেবল তার পরিবার নয়, পুরো সাংবাদিক সমাজ ও এলাকাবাসীর জন্য এক দুঃখজনক সংবাদ।
স্থানীয়রা অভিযোগ করছেন, মহাসড়কে দ্রুতগতির যানবাহন ও নিয়ম না মানার প্রবণতা দিন দিন বাড়ছে। তারা দ্রুত এই ঘটনার তদন্ত করে দায়ীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।