📍 প্রতিবেদনঃ মোঃ বাপ্পি হোসেন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজার এলাকার একটি বাড়ি থেকে সানি (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক ১০টার দিকে মকলেচের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সানি তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের সঙ্গে গান-বাজনার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। এই কারণে পরিবার থেকে তাকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে তিনি এক বন্ধুর সঙ্গে একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন।
ঘটনার দিন রাতে তার রুমের দরজা দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে বন্ধুরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে সানির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,
“প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পারিবারিক বিরোধ থেকেই এমন ঘটনা ঘটে থাকতে পারে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”