কালিয়াকৈর (গাজীপুর), ৫ আগস্ট:
আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় এক বিজয় সমাবেশ ও র্যালির আয়োজন করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন, সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ।
প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোঃ হুমায়ুন কবির খান এবং বিশেষ অতিথি মোঃ মজিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন আখতার উজ জামান, দেওয়ান মোয়াজ্জেম হোসেন, মোকলেছুর রহমান, হযরত আলী মিলন, তপন খান, জয়নাল আবেদীন, আমজাদ হোসেন, শামসুজ্জামান শিপলু বকসীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতারা বলেন, “এই দিনটি ছাত্র-জনতার বীরত্বপূর্ণ আন্দোলনের বিজয়ের দিন।”
সমাবেশ শেষে এক বিশাল র্যালি বের হয়, যা কালিয়াকৈরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। বৃষ্টি উপেক্ষা করে নেতা-কর্মীদের ব্যাপক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
নেতারা আন্দোলন বেগবান করার ঘোষণা দেন।